খোলা বাজার২৪, শনিবার, ৩০ জুলাই ২০১৬: আহমেদ মনির, জামালপুর: ভারত থেকে বন্যার ¯্রােতে ভেসে আসা বন্য হাতিটি উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকা ঘুরে শুক্রবার থেকে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার কামরাবাদ ইউনিয়নের চরাঞ্চলে অবস্থান নেয়। শুক্রবার হাতিটি আক্রমন চালিয়ে কয়েকটি বাড়ি-ঘর, দোকান ভাঙচুর করে জনমনে আতঙ্ক বিরাজ করছে।
সরেজমিনে গিয়ে জানা যায়, বৃহষ্পতিবার ভোররাতে কামরাবাদ ইউনিয়নের শুয়াকৈর গ্রামে প্রবেশ করে হাতিটি। শুক্রবার সকালে কামরাবাদের ঝিনাই নদী পাড়ি দিয়ে ধারাবর্ষা নামের এক গ্রামে প্রবেশ করে ভাঙচুর চালালে ওমেদ আলী (৪০) ও সাদ্দাম হোসেন (২২) সিদ্দীকুর রহমান (৩৫), সাগর আলী (২৫) নামের চার ব্যাক্তি আহত হয়। অপড় দিকে ঐ দিন দুপুরে হাতিয়া কান্দারপাড়া গ্রামে সিদ্দীকুর রহমানের বাড়ীতে হামলা চালালে সিদ্দীকুর রহমানের ২ টি ঘড় তছনছ করে এছাড়াও বড়বাড়ীয়া গ্রামের সাগর আলীর বাড়ীর ২ টি বসত ঘড় ভাঙচুর করে ।
২ নং ওয়ার্ড সদস্য মোঃ আলমগীর হোসেন বলেন, গতকাল শুক্রবার সকালে হাতিটি গ্রামের মধ্যে প্রবেশ করে। এরপড় ইউনিয়নের কান্দারপাড়া, ধারাবর্ষা এবং বড়বাড়ীয়া গ্রামের চারটি বাড়ীতে ভাঙচুর শুরু করলে একটি দোকান ও নয়টি বসতঘড় ভেঙ্গে তছনছ করে দেয়।
এ ব্যাপারে ময়মনসিংহ বিভাগীয় বন কর্মকর্তা গোবিন্দ রায়ের নেতৃত্বে ঢাকা থেকে একজন প্রাণীসম্পদ অধিদপ্তরের চিকিৎসকসহ ১০ সদস্যের একটি প্রতিনিধি দল শুয়াকৈার গ্রামে অবস্থান করছে।
কামরাবাদ ইউনিয়নের চেয়ারম্যান মুনছুর আলী খান বলেন, গত তিন দিন ধরে হাতিটি আমার ইউনিয়নে রয়েছে। এবং গত দুই দিনে বেশ কয়েকটি ঘড়-বাড়ী ভাঙচুর করেছে বলে অঅমি শুনেছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মিজানুর রহমান বলেন, স্থানীয় জান-মালের নিরাপত্তা ও আতঙ্কিত লোকজনকে সচেতন করতে ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। এছাড়া বন্য হাতিটির তদারকি করার জন্য ময়মনসিংহ বন বিভাগীয় কর্মকর্তা ও ঢাকা থেকে একজন প্রাণীসম্পদ অধিদপ্তরের চিকিৎসকসহ ১০ সদস্যের একটি প্রতিনিধি দল শুয়াকৈার গ্রামে অবস্থান করছেন ।