খোলা বাজার২৪, শনিবার, ৩০ জুলাই ২০১৬: ইসলাম সাজ্জাত, ময়মনসিংহ: পছন্দের মেয়েকে বশিকরন করতে না পারায় ময়মনসিংহের গৌরীপুরে প্রেমে ব্যর্থ এক যুবকের ছুরিকাঘাতে খুন হলেন কালু শাহ্ ওরফে কালা ফকির (৬৫) নামে এক কবিরাজ। তিনি মইলাকান্দা ইউনিয়নের মাইজপাড়া গ্রামের মৃত আব্দুর রহমানের পুত্র। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এঘটনা ঘটে। এ হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগে স্থানীয়রা দুই যুবককে আটক করে গৌরীপুর থানা পুলিশে সোপর্দ করেছে। আটকৃতরা হলো- উপজেলার কলদবাড়ী বাড়ী গ্রামের ফারাজ উদ্দিনের পুত্র আজিমুদ্দিন (২২) ও হাসেম মুন্সীর পুত্র মাসুদ মিয়া (২৩)।
জানা গেছে, নিহত কালা ফকির দীর্ঘদিন ধরে আলৌকিক ভাবে মানুষের বিভিন্ন সমস্যার সমাধান করে আসছিলেন। প্রায় ১ বছর পূর্বে উপজেলার মাওহা ইউনিয়নের খলতবাড়ী গ্রামের মাহবুব নামের এক যুবক তার পছন্দের জনৈক এক মেয়েকে বশিকরনের জন্য ওই কালা ফকিরের কাছে আসেন। এসময় কালা ফকির মেয়ে বশিকরণ করার অঙ্গিকারে ওই যুবকরে কাছ থেকে মোট ১০ হাজার টাকার চুক্তিতে ৬ হাজার টাকা অগ্রিম নেন। তখন ওই কবিরাজ মাহাবুবকে বিভিন্ন রকমের তাবিজ-কবজ দেন। কিন্তু ১ বছর অতিবাহিত হলেও এসবে কোন কাজ হয়নি। ফলে গতকাল শনিবার সকালে মাহাবুব পাচঁ সহযোগী নিয়ে কালা ফকিরের আস্তানায় আসে এবং টাকা ফেরৎ চায়। তাদের মধ্যে বাগবিতন্ডার এক পর্যায়ে মাহাবুব নিজ ঘরেই কালা ফকিরকে উপর্যপুরি ছুরিকাঘাত করে। তখন স্থানীয় লোকজন তাকে মুমুর্ষ অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
কালু শাহ ফকিরের ছেলে ইমন শাহ ফকির জানান, ঘরের ভিতর চেয়ারে বসে থাকা তার বাবার পেটে ছুরিকাঘাত করে যুবকরা পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা দুই যুবককে আটক করে।
গৌরীপুর থানার ওসি আবু মোঃ ফজলূল করিম জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দু’জনকে আটক করে স্থানীয়রা পুলিশের কাছে সোপর্দ করেছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সাজ্জাতুল ইসলাম সাজ্জাত