Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

69খোলা বাজার২৪, শনিবার, ৩০ জুলাই ২০১৬: : ঝিনাইদহের মহেশপুর উপজেলার কাটাখালী নামক স্থানে পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে রমজান আলী (৪৬) এক ডাকাত সদস্য নিহত হয়েছেন। তিনি মহেশপুর উপজেলার কৃষ্ণপুর গ্রামের কুড়োন মন্ডলের ছেলে। ঘটনাস্থল থেকে ২টি শার্টার গান, ৫ রাইন্ড গুলি, ৩ টি বোমা, ২টি ধারালো করাত ও দড়ি উদ্ধার করেছে পুলিশ।

এ ঘটনায় পুলিশের ২ কনস্টেবল সেলিম রেজা ও আহসান হাবিব আহত হন। শনিবার ভোররাতে ডাকাতির প্রস্তুতিকালে এ ঘটনা ঘটে বলে পুলিশের দাবী।

মহেশপুর থানার ওসি আমিনুল ইসলাম জানান, পুলিশের ্একটি টহল গাড়ি মহেশপুর কোটচাঁদপুর সড়কের কাটাখালী নামক স্থানে পৌছালে ওৎ পেতে থাকা ডাকাত দলের সদস্যরা পুলিশের গাড়ি লক্ষ্য করে বোমা ছুড়ে মারে। এসময় পুলিশ পাল্টা গুলি চালালে বন্দুকযুদ্ধ শুরু হয়। দশ মিনিট গুলি বিনিময়ের পর ডাকাত দলের সদস্যরা পালিয়ে যায়। পুলিশ ২১ রাইন্ড গুলি ছোড়ে।

এসময় ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অজ্ঞাত দেখিয়ে এক ডাকাত সদস্যের মৃতদেহ উদ্ধার করে। শনিবার বিকাল ৫টার দিকে কৃষ্ণপুর গ্রামের ইউপি সদস্য ওমর আলী ও একই গ্রামের বাসিন্দা কোমল কুমার মৃত দেহটি রমজান আলীর বলে সনাক্ত করে।

রমজান আলীকে চিহ্নিত ডাকাত হিসেবে দাবী করে ওসি জানান, তার তিন স্ত্রী রয়েছে। রমজান আলীর স্বজনদের অভিযোগ গত ২৬ জুলাই ডিবি পুলিশ পরিচয় দিয়ে রমজান আলীকে তুলে নিয়ে যায়। সেই থেকে তিনি নিখোঁজ ছিলেন। রমজান আলী বেশির ভাগ সময় যশোরে তার ছোট স্ত্রীর কাছে বসবাস করতেন। তার বিরুদ্ধে মহেশপুরসহ বিভিন্ন থানায় ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানান।