Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

17kখোলা বাজার২৪, বুধবার, ০৩ আগস্ট ২০১৬: দেশের যেসব শিক্ষা প্রতিষ্ঠান অনুমোদনহীন, এর মধ্যে পিস স্কুল অন্যতম। মিডিয়া ও পুলিশ এজেন্সির মাধ্যমে এ স্কুলের অনেকগুলো শাখার তথ্য পেয়েছি। এখানে যারা পড়াচ্ছেন তারাও স্বাধীনতার পক্ষের নয় বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ।

বুধবার সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘ইয়ং চেঞ্জ মেকার্স কোয়ালিশন’ শীর্ষক অনুষ্ঠ‍ানে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, দেশের বিভিন্ন এলাকায় পিস স্কুলের শাখায় যে মানসিকতায় শিক্ষার্থীদের গড়ে তোলা হয়, তা ভবিষ্যত প্রজন্মের জন্য মঙ্গলজনক নয়। এসব বিষয় বিবেচনায় নিয়ে আমরা ইতোমধ্যে পিস স্কুলের কার্যক্রম বন্ধ রেখেছি। প্রতিষ্ঠানটির বিভিন্ন বিষয় আরও খতিয়ে দেখা হবে বলেও জানান তিনি।