খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ০৪ আগস্ট ২০১৬: ০৪ আগস্ট, ২০১৬ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড -এর উদ্যোগে ‘হজ্জ বুথ ২০১৬’ উত্তরাস্থ আশকোনা হজ্জ ক্যাম্পে উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হজ্জ বুথ উদ্বোধন করেন ব্যাংকের পরিচালক আলহাজ্জ আব্দুল মালেক মোল্লা। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান। উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল জলিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
হজ্জ বুথ উদ্বোধনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট সি জি এম আসাদুজ্জামান এবং ভাইস প্রেসিডেন্ট জালাল আহমেদ। অনুষ্ঠানশেষে পরিচালক আলহাজ্জ আব্দুল মালেক মোল্লা এবং ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান হজ্জযাত্রীদের হাতে উপহার সামগ্রী তুলে দেন। প্রধান অতিথির বক্তব্যে পরিচালক আলহাজ্জ আব্দুল মালেক মোল্লা বলেন, হজ্জ গমনেচ্ছুদের সাহায্য করার উদ্দেশ্য নিয়েই আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক গড়ে উঠেছিল। সুদের কবল থেকে দেশ ও জাতিকে রক্ষার পাশাপাশি বিভিন্ন সামাজিক দায়িত্ব পরিপালনে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক সর্বদাই তৎপর বলেও তিনি উল্লেখ করেন। ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান হজ্জযাত্রীদের জন্য ব্যাংকের বিভিন্ন আকর্ষণীয় ডিপোজিট স্কীমগুলোর বর্ণণা করেন। উল্লেখ্য, বিগত বছরের ন্যায় এবারও উদ্বোধনকৃত বুথের মাধ্যমে ব্যাংক পবিত্র হজ্জ যাত্রীদের ফ্রি পাসপোর্ট এনডোর্সমেন্ট, বৈদেশিক মুদ্রা বিনিময়, হজ্জ বিষয়ক তথ্যসেবা প্রদানসহ বিভিন্ন ধরনের সেবা সার্বক্ষণিকভাবে প্রদান করবে।