Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ০৪ আগস্ট ২০১৬: শাহিন : আসছে ঈদ-উল-আযহা উপলক্ষে খুব শীঘ্রই বাজারে আসছে বাংলাদেশ ও ভারতের যৌথ রিয়েলিটি শো ‘সুরদরিয়া এপার ওপার’ প্রতিযোগিতায় দ্বিতীয় রানার-আপ বাংলাদেশের কণ্ঠ শিল্পী বর্ণা চৌধুরীর একক এ্যালবাম ‘‘বর্ণ’’।
এ্যালবামটির কথা, সুর ও সংগীত পরিচালনা করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল, রাজীব হোসেন, লুৎফর হাসান ও যাদু রিছিল। এ্যালবামে পুরানো দিনের কিছু ক্লাসিকাল, টপ্পা ও আধুনিক গানকেও নতুন রূপে সংগীত আয়োজন করা হয়েছে। ঈদ উল আযহা উপলক্ষে ‘‘বর্ণ’’ এ্যালবাম থেকে কয়েকটি গানের মিউজিক ভিডিও নির্মানের কাজ চলছে। খুব শীঘ্রই মিউজিক ভিডিও গুলো বিভিন্ন বেসরকারি চ্যানেলে সম্প্রচার করা হবে। বর্ণা চৌধুরী আড়ং ডেইরী চ্যানেল আই “বাংলার গান” এ অঞ্চল ভিত্তিক বিচারক এবং ব্র্যাক এর তাঁরায় তাঁরায় দ্বীপশিখা এর সঙ্গীত আয়োজক হিসাবে কাজ করছেন। বর্তমানে সে কয়েকটি মিক্সড এ্যালবাম, নাটক ও ছবির গানের কাজ ও স্টেজ শো নিয়ে ব্যাস্ত সময় পার করছেন।