খোলা বাজার২৪,রবিবার, ৭ আগস্ট ২০১৬: ৭ আগস্ট রাজশাহীর বাগমারা উপজেলায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছেন। রবিবার ভোর সাড়ে ৪টার দিকে ঝিকরা ইউনিয়নের জোড়াপুকুর আশ্রয়ণ প্রকল্পের পাশে এ ঘটনা ঘটে। তবে নিহতের পরিচয় পাওয়া যায়নি।
রাজশাহীর পুঠিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আসলাম আহমেদ জানান, পুলিশ ভোরে ওই এলাকায় টহল দিচ্ছিল। এ সময় টহলরত পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা। পরে পুলিশও পাল্টা গুলি চালায়। বন্দুকযুদ্ধের পর অজ্ঞাত ওই ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়।