Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

15খোলা বাজার২৪, রবিবার, ৭ আগস্ট ২০১৬: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র বলেছেন, সরকার পর্যায়ক্রমে বন্ধ সব পাটকল চালু করবে। প্রতিমন্ত্রী বলেন, ‘শ্রমিকদের আন্তরিকতার সাথে কাজ করে যেতে হবে। এ মিল চালু রাখা ও বাঁচানোর দায়িত্ব শ্রমিকদের। নিজেদের স্বার্থেই কারখানাসমূহের উৎপাদন স্বাভাবিক রাখতে হবে।’
শনিবার খুলনা ফুলতলার আলীম জুট মিল পুন:চালু করণের উদ্বোধন ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
তিনি আরো বলেন, বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর কোন মিল বন্ধ করেনি বরং চালু করছে। কলকারখানায় যাতে যে কোন ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি না হয় সে দিকে লক্ষ্য রাখতে প্রতিমন্ত্রী শ্রমিক নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।

প্রতিমন্ত্রী বলেন, মানুষের জীবন যাত্রার মান অনেক উন্নত হয়েছে। ক্রয় ক্ষমতা বৃদ্ধি পেয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

তিনি বাগেরহাট জেলার ফকিরহাট ফলতিতা বৃহৎ মৎস্য আড়ৎ পরিদর্শন এবং উপজেলার মৎস্য ব্যবসায়ী ও ঘের মালিকদের সাথে মতবিনিময় করেন। পরে প্রতিমন্ত্রী ফকিরহাটে মহিষ প্রজনন খামার পরিদর্শন করেন।