
প্রদীপ ভট্টাচার্য বলেছেন, ভারতীয় নাগরিকত্ব গ্রহণ করা এসব মানুষের অনেকেই এখন বাংলাদেশে ফিরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। প্রদীপ ভট্টাচার্য পশ্চিমবঙ্গ থেকে নির্বাচিত কংগ্রেসের সিনিয়র একজন এমপি। এ খবর দিয়েছে ভারতের সরকারি বার্তা সংস্থা পিটিআই। আর এ তা প্রকাশ করেছে অনলাইন ইন্ডিয়ান এক্সপ্রেস।
এতে বলা হয়েছে, গত বছর ১লা আগস্ট বিলুপ্ত ছিটমহলের আগ্রহী বাসিন্দারা ভারতে চলে যান। প্রদীপ ভট্টাচার্য পিটিআইকে বলেছেন, বাংলাদেশ থেকে যেসব ছিটমহলবাসী ভারতে এসেছেন এবং এখানে বসতি স্থাপন করেছেন তাদের বিষয়ে আমি রিপোর্ট পেয়েছি। ভারতে কর্মসংস্থানের অভাব রয়েছে এবং মৌলিক আরো কিছু সুযোগ সুবিধার অভাব রয়েছে বলে তারা এখন বাংলাদেশে ফিরতে চান। এটা একটি গুরুত্বর উদ্বেগের বিষয়। আমি এ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে তদন্ত করে দেখবো।
তিনি বলেছেন, কর্মসংস্থানের সুবিধা ছাড়াও এসব ভারতীয় অভিযোগ করেছেন যে, তারা সরকারি অন্যান্য স্কিমের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন।
উল্লেখ্য, ২০১৫ সালের ১লা আগস্ট বাংলাদেশ ও ভারতের মধ্যে ১৬২টি ছিটমহল বিনিময় হয়। এর মধ্য দিয়ে সীমান্ত সংক্রান্ত বিশ্বের অন্যতম একটি জটিল সমস্যার ইতি ঘটে। এ সমস্যাটি জিইয়ে ছিল সাত দশক ধরে। ছিটমহল বিনিময়ের মাধ্যমে ভারতের ১১১টি ছিটমহল যুক্ত হয় বাংলাদেশের সঙ্গে। এর আয়তন ১৭১৬০ একর। অন্যদিকে বাংলাদেশের ৫১টি ছিটমহল, যার আয়তন ৭১১০ একর, পরিণত হয় ভারতীয় ভূখন্ডে। ভারতীয় ছিটমহলগুলোর সবই পশ্চিমবঙ্গের কোচবিহার জেলায়। ৫১টি সাবেক ছিটমহল ছড়িয়ে আসে দিনহাটা, মেকলিগঞ্জ, সিতাই, শীতলকুচি ও তুফানগঞ্জ সংসদীয় আসনে। গত বছর ভারত-বাংলাদেশ সীমান্ত চুক্তি বাস্তবায়নের মধ্য দিয়ে ভারতের ভিতরে থাকা বাংলাদেশী ৫১টি ছিটমহলের ১৪ হাজার ৮৬৪ জন অধিবাসী ভারতীয় নাগরিকত্ব গ্রহণ করেন।
অন্যদিকে বাংলাদেশের ভিতরে থাকা ভারতীয় ছিটমহলের ৯২১ জন অধিবাসী ভারতের অংশে চলে আসেন। এসব মানুষের অধিকার ও তাদের জীবন ধারণ নিয়ে কাজ করছেন ভারত বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটি ও সিটিজেনস রাইটস কোঅর্ডিনেশন কমিটির প্রধান সমন্বয়ক দীপ্তিমান সেনগুপ্ত।
তিনি বলেছেন, যারা বাংলাদেশ থেকে ভারতে গিয়েছেন তারা এখনও ভাল কাজ পান নি। তাই তারা ফিরে যেতে চান বাংলাদেশে। বাংলাদেশের ভিতরে অবস্থিত ভারতীয় ছিটমহল থেকে যারা ভারতে গিয়েছেন তারা অস্বস্তি বোধ করছেন। তাদের কোন কাজের সুযোগ নেই। নেই আয়ের কোন সুযোগ।