Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

12kখোলা বাজার২৪, মঙ্গলবার, ৯ আগস্ট ২০১৬: আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে ৪ দফা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আদিবাসী শিক্ষার্থীদের সংগঠন আদিবাসী ছাত্র পরিষদ ও মহনগর পাহাড়ি ছাত্র পরিষদের শিক্ষার্থীরা।
যৌথ উদ্যোগে সোমবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয় প্রধান ফটকের সামনে এ মানববন্ধন করে তারা। তাদের দাবীসমূহ হচ্ছে- আন্তর্জাতিক আদিবাসী দিবস রাষ্ট্রীয়ভাবে পালন করতে হবে, আদিবাসী হিসেবে তাদেরকে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে, সমতল আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন করতে হবে, পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণ বাস্তবায়ন করতে হবে।
মহানগর পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি মনিশংকর চাকমার সভাপতিত্বে ও আদিবাসী ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক দ্বীপেন চাকমার পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি বিভূতিভূষন মাহাতো, রাবি শাখার সভাপতি হেমন্ত মাহাতো, সাধারণ সম্পাদক নুকুল পাহান, সাংস্কৃতিক সম্পাদক সাবত্রী, পাহাড়ি ছাত্র পরিষদের সদস্য নীশিতা চাকমা প্রমুখ।