খোলা বাজার২৪, বুধবার, ১০ আগস্ট ২০১৬: : পঞ্চগড়ের আটোয়ারীতে প্রতিবন্ধিতা ও প্রতিবন্ধি অধিকার বিষয়ক সচেতনতা মূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কমিউনিটি প্রোগ্রাম দি লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগিতায় আগমনি কুষ্ঠ ও প্রতিবন্ধি সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে বুধবার সকালে উপজেলার হাজি সমির উদ্দীন উচ্চ বিদ্যালয়ের হলরুমে বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে দিন ব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়। আগমনি কুষ্ঠ ও প্রতিবন্ধি সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মো: জফর আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আবু রাফা মোহাম্মদ আরিফ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীর কামিছ উদ্দীন আহম্মেদ, কমিউনিটি প্রোগ্রাম দি লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর পঞ্চগড় জেলা শাখার সুপারভাইজার প্রদীপ কুমার রায়, প্রোগ্রাম ম্যানেজার মো. দেলোয়ার হোসেন দিলু, আটোয়ারী উপজেলা সিডিএফ প্রতীমা রানী সেন প্রমুখ বক্তব্য রাখেন। কর্মশালায় সংস্থাটির সাধারণ সম্পাদক মো: নাজিম উদ্দীন, সহ-সভাপতি মোছা: নুরজাহান, মো: খলিলুর রহমান সহ সকল কর্মকর্তা- কর্মচারীরা উপস্থিত ছিলেন।