খোলা বাজার২৪, বুধবার, ১০ আগস্ট ২০১৬: আব্দুর রহমান রাসেল,রংপুর: রংপুর সিটি কর্পোরেশনের ভ্রাম্যমান আদালত ও রংপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর যৌথ অভিযান চালিয়ে শহরের বিভিন্ন এলাকায় হতে ৩ মাদকসেবিকে আটক করে। পরে মাদকসেবিদের বিভিন্ন মেয়াদে করাদন্ড প্রদান করেছে রংপুর সিটি কর্পোরেশনের ভ্রাম্যমান আদালত। বুধবার রংপুর সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম গোলাম কিবরিয়া এ কারাদন্ড প্রদান করেন। সাজাপ্রাপ্ত আসামিরা হলো শহরের বানিয়াপাড়া এলাকার গাজাঁ সেবনের দায়ে মোঃ তহিদুল ইসলাম(২৭) পিতা মোঃ শহিদ কে ২০ দিন, পালিচড়া সর্দার পাড়ায় সাহানুর মিয়া (৩০) পিতা শাহ আলম কে গাঁজা সেবনের দায়ে ২০ দিন,গাঁজা সেবনের অপরাধে নুরপুর এলাকার আরিফ হোসেন (২৫) পিতাঃ কালু ২০দিনের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়। ১৯৯০ সালের মাদকদ্রব্য আইনে এদের কারাদন্ড প্রদান করা হয়।