Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, শুক্রবার, ১২ আগস্ট ২০১৬ : শাহিন: বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নরসিংদীর পলাশ উপজেলায় অবস্থিত বিদ্যুৎ কেন্দ্রের শতভাগ বিদ্যুৎ সংযোগের উদ্বোধন ঘোষণা করবেন। তিনি পলাশসহ আগামীকাল শনিবার সকাল ১০টায় ৫টি উপজেলার শতভাগ বিদ্যুতায়ন কার্যক্রম উদ্বোধন করবেন।
এর ফলে উৎফুল্ল প্রকাশ শিল্পাঞ্চল খ্যাত এই উপজেলার সাধারণ মানুষ। যা আর্থসামাজিক উন্নয়ন ও বাণিজ্যের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
শীতলক্ষা নদীর তীরে অবস্থিত নরসিংদীর পলাশ উপজেলাটি শিল্পের জন্য বিখ্যাত। ৯৫ বর্গকিলোমিটারের এই উপজেলায় ১১৮টি গ্রাম রয়েছে। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আওতাধীন বস্ত্র শিল্প খ্যাত জেলায় নরসিংদী পল্লীবিদ্যুৎ সমিতি-১ আওতাধীন ৮৩৩ কিলোমিটার বিতরণ লাইনের মাধ্যমে উপজেলার সকল গ্রামের ৪৭ হাজার গ্রাহককে বিদ্যুৎ সংযোগ প্রদান করেছেন।
উপজেলা সদরের পার্শ্ববর্তী হওয়া সত্ত্বেও পাইকশা গ্রামে এতদিন বিদ্যুৎ সংযোগ ছিলনা। সরকারের শতভাগ বিদ্যুৎতায়নের অংশ হিসেবে গ্রামের বাড়ি-ঘর ও ব্যবসায় প্রতিষ্ঠানে দেয়া হয়েছে নতুন বিদ্যুৎ সংযোগ। বিদ্যুতের আলোয় দীর্ঘদিনের অন্ধকার দূর হওয়ায় খুশি গ্রামের মানুষের জীবনে এনে দিয়েছে স্বাচ্ছন্দ।
নরসিংদী পল্লী বিদুৎ সমিতি-১ এর মহা ব্যবস্থাপক এজেডএম জৈষ্ঠ বলেন, এত দ্রুত সময়ের মধ্যে পলাশ উপজেলাকে শতভাগ বিদ্যুতায়নের আওতায় আনাকে সরকারের বড় সাফল্য বলে মনে করছি। এটি এখানকার আর্থসামাজিক উন্নয়ন ও বাণিজ্যের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মত প্রকাশ করেন তিনি।
তিনি আরো বলেন শনিবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর উদ্বোধন ঘোষণা করবেন। এ উপলক্ষ্যে পলাশ উপজেলা মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে পানি সম্পদ প্রতিমন্ত্রী লে. কর্নেল (অব.) নজরুল ইসলাম হীরু (বীর প্রতিক), স্থানীয় সংসদ সদস্য কামরুল আশরাফ খাঁন পোটনসহ সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনীতিবিদরা অংশ নিবেন।