খোলা বাজার২৪, রবিবার, ১৪ আগস্ট ২০১৬: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার মূল পরিকল্পনাকারী জিয়াউর রহমান ছিলেন বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। তিনি বলেন, ‘জিয়াউর রহমান কখনো মুক্তিযোদ্ধা ছিলেন না। তিনি পাকিস্তানের আইএসআইয়ের এজেন্ড হিসেবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। আর এই জিয়াই ছিলেন বঙ্গবন্ধু হত্যার মূল পরিকল্পনাকারী।
রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবে সেক্টর কমান্ডার্স ফোরাম-মুক্তিযুদ্ধ ৭১ আয়োজিত বঙ্গবন্ধুর ৪১তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
১৫ আগস্ট বিএনপি নেত্রী খালেদার জন্মদিন পালনের সমালোচনা করে খাদ্যমন্ত্রী বলেন, আসলে ১৫ আগস্ট খালেদা রাজনৈতিকভাবে জন্মলাভ করেছে। কারণ ওইদিন যদি বঙ্গবন্ধুকে হত্যা করা না হতো তিনি (খালেদা) কখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারতেন না।
একই আলোচনা সভায় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধের ভূমিকা নিয়ে মরণোত্তর বিচার দাবি করে মুক্তিযুদ্ধ-বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, অন্যান্য সেক্টর কমান্ডারদের মতো জিয়াউর রহমান বাংলাদেশের অভ্যন্তরে কখনো যুদ্ধ করেননি তাই সমস্ত জাতির আজ দাবি জিয়ার মরণোত্তর বিচার।
আয়োজক সংগঠনের চেয়ারম্যান কে এম শফিউল্লার সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন মেজর জিয়া উদ্দীন আহমেদ, সেক্টর কমান্ডার্স আবু ওসমান চৌধুরী, জাতীয় প্রেসক্লাবের সভাপতি শফিকুর রহমান প্রমুখ।