খোলা বাজার২৪, সোমবার, ১৫ আগস্ট ২০১৬: জাতীয় শোক দিবস উপলক্ষে মুন্সীগঞ্জ জেলা যুবলীগের সভাপতি আক্তার উজ জামান রাজীব দোয়া মাহফিল ও গণভোজের আয়োজন করেছেন। জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতা রুখবো সোনার বাংলা গড়বো এই হউক শোক দিবসের অঙ্গীকার। এই স্লোগানকে বুকে ধারন করে সকাল ৮ টার সময় জেলা যুবলীগের উদ্যোগে বর্নাঢ্য শোক র্যালী বের হয়। র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন করে জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
জেলা মুক্তিযোদ্ধা সংসদে দোয়া মাহফিলে জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মজিবুর রহমানের বিদেহী আত্বার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দুপুর ১২ টার সময় প্রায় ৩ হাজার লোকের মাঝে খাবারের প্যাকেট বিতরন করা হয়।
এ সময় মুন্সীগঞ্জ জেলা যুবলীগের সভাপতি আক্তার উজ জামান রাজীব বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল সদস্যের জন্য দোয়া কামনা করেন। খাবার বিতরনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা ও সদর উপজেলা চেয়ারম্যান আনিছুজ্জামান আনিছ, শহর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রায়হানউজ্জামান রাসেল, আমরা মুক্তিযোদ্ধার সন্তান মুন্সীগঞ্জ জেলা শাখার সাধারন সম্পাদক জালাল উদ্দিন রুমি রাজন, যুবলীগ নেতা মালেকুন মাকসুদ বিপুল, সাইমুন বিন সামাদ সুমন, জাহাঙ্গীর আলম খনু প্রমুখ।