খোলা বাজার২৪, বুধবার, ১৭ আগস্ট ২০১৬: এম লুৎফর রহমান নরসিংদী : ইসলামের নামে দেশের যুব শ্রেণীকে বিপথগামী করে দেশের নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে বাংলাদেশ কিন্ডার গার্টেন ঐক্য পরিষদ (বিকপ) বিশাল মানববন্ধন কর্মসূচী পালন করেছে। গতকাল বুধবার নরসিংদী প্রেস ক্লাবের সামনে বেলা ১১ টা থেকে ১২ টা পর্যন্ত এক ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচীতে সভাপতিত্ব করেন নরসিংদী জেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশনের সভাপতি অধ্যাপক মোঃ হাজী আবু হানিফা। অনুষ্ঠানে বক্তৃতা করেন নরসিংদী পৌরসভার প্যানেল মেয়র ও জেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইয়াছমিন সুলতানা, নরসিংদী জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি মুমতাজ উদ্দিন আহমেদ, জেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক ডা. শফিকুল ইসলাম স্বপন, রায়পুরার সভাপতি রুহুল আমিন, সাদেকুর রহমান, আমিনুল ইসলাম আমান।