Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, বুধবার, ১৭ আগস্ট ২০১৬: কুমার, নাটোর: ছাত্র সংসদ নির্বাচনের দাবীতে নাটোর নবাব সিরাজ-উদ্-দৌলা সরকারী কলেজে শিক্ষার্থীরা বিক্ষোভ প্রদর্শন করে অনির্দিষ্ট কালের জন্য ক্লাস বর্জনের ঘোষণা দিয়েছে। এসময় তারা কলেজের সকল ডিপার্টমেন্টে তালা ঝুলিয়ে দেয়। বুধবার দুপুরে কলেজ চত্বরে বিক্ষোভ শেষে শিক্ষার্থীরা এই ঘোষণা দেয়। বিক্ষোভকালে বক্তব্য রাখেন ছাত্রলীগ কলেজ শাখার সভাপতি এস এস শাহাদৎ হোসেন রাজিব, সাধারণ সম্পাদক শাহরিয়র হোসেন রিয়ন, যুগ্ম সাধারণ সম্পাদক রায়হান শাকিব, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুমি খাতুনসহ অন্যান্যরা। বক্তারা বলেন, কলেজ কতৃপক্ষ ২০০১ সালের পর থেকে ছাত্র সংসদের কোন নির্বাচন হতে দেননি। ফলে শিক্ষার্থীদের দাবী দাওয়া পুরণে নানা জটিলতার সৃষ্টি হচ্ছে। বার বার বলেও কতৃপক্ষ এ ব্যাপারে কোন সিদ্ধান্ত দেননি। তাই তারা বাধ্য হয়ে আন্দোলনে নেমেছেন। এ সময় তারা ছাত্র সংসদের নির্বাচন না দেওয়া পর্যন্ত অনির্দিষ্ট কালের জন্য ক্লাস বর্জনের ঘোষণা দেয়।
এ ব্যাপারে কলেজ অধ্যক্ষ অধ্যাপক আব্দুল কুদ্দুস মৃধা জানান, ছাত্র সংসদের গঠনতন্ত্রের জটিলতার কারণে তা সংশোধন করা প্রয়েজন হয়ে পড়েছে। গঠনতন্ত্র সংশোধন বিষয়ে আগামী ২০ আগষ্ট একটি সভা করা হবে। এর পর গঠনতন্ত্র সংশোধন করে নির্বাচন দেওয়া হবে।