খোলা বাজার২৪, বুধবার, ১৭ আগস্ট ২০১৬: বিশ্বের প্রায় সব দেশেই বাড়ছে দেহব্যবসা। অর্থের বিনিময়ে শরীরী খেলায় মত্তের নামই দেহব্যবসা।
বিশ্বের কোথাও এটা সম্পূর্ণ বে আইনি। আবার কোথাও আবার আইনি ব্যধতা আছে। তবে বেশিরভাগ জায়গাতেই বে আইনি ভাবেই রমরমিয়ে চলে।
সম্প্রতি হাভোস্কোপ রিসার্চ ইনস্টিটিউট এক রিপোর্ট প্রকাশ করে এই বিষয়ে। দেহব্যবসায় অর্থের লেনদেনের ভিত্তিতে কোন দেশ কোন জায়গায় দাঁড়িয়ে তা বলা হয় এই রিপোর্টে।
এক নজরে দেখে নেওয়া যাক কোন দেশ দেহ ব্যবসায় কোন জায়গায় দাঁড়িয়ে;
প্রথম অবস্থানে রয়েছে চীন। বিশ্বের সবচেয়ে জনবহুল দেশে দেহব্যবসার রমরমা বললে কম বলা হবে। সবচেয়ে বেশি দেহব্যবসার কেন্দ্র চীনেই রয়েছে। দুনিয়ার সবচেয়ে বেশি যৌনতা বিষয়ক পণ্য যেমন সেক্স টয় বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি উৎপাদন হয় চীনেই। চীনে দেহব্যবসায় বছরে ৭৩ মিলিয়ন মার্কিন ডলারের লেনদেন হয়। যা বিশ্বের বাকি দেশগুলির চেয়েও অনেক বেশি
দ্বিতীয় অবস্থানে স্পেন। দেশটিতে দেহব্যবসার স্বর্গরাজ্য। বছরে ৫০ মিলিয়ন মার্কিন ডলার লেনদেন হয়।
তৃতীয় অবস্থানে জাপান। দেহব্যবসা নিয়ে আইন বেশ সরল। এতে জাপানের দেহব্যবসা বেশ জাঁকিয়ে চলছে। জাপানে দেহব্যবসায় বছরে ২৪ মিলিয়ন মার্কিন ডলারের লেনদেন হয়।
চতুর্থ অবস্থানে দক্ষিণ কোরিয়া। দেহব্যবসা সম্পূর্ণ অবৈধ, বছরে ১৪.৬ মিলিয়ন ডলার।
পঞ্চম অবস্থানে মার্কিন যুক্তরাষ্ট্র।
আর ভারত রয়েছে সাত নম্বরে।