Thu. Sep 18th, 2025
Advertisements

35খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ১৮ আগস্ট ২০১৬: দুর্নীতি কারি যেই হক কাওকে ছাড় দেওয়া হবেনা। এমনকি দুদকের কর্মকর্তা বা কর্মচারির বিরুদ্ধে যদি কোন অভিযোগ পাওয়া যায় তাহলে তার বিরুদ্ধে দ্রুত ব্যাবস্থা নেওয়া হবে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

বৃহস্পতিবার (১৮ আগষ্ট) দুর্নীতি দমন কমিশন কার্যলয়ে সাংবাদিকদের সাথে আলাপ কালে তিনি এসব কথা বলেন।
দুদক চেয়ারম্যান বলেন, ‘মানুষ অনেক সময় প্রয়োজনের তাগিদে দুর্নীতি করে থাকে-তার পরও সেটা দুর্নীতিই। আবার লোভ সামলাতে না পেরে অনেকে দুর্নীতি করে। নিড (প্রয়োজন) আর গ্রিড (লোভ)-এই দুই ধরনের দুর্নীতির মধ্যে লোভের দুর্নীতি দেশকে ধ্বংস করে দিচ্ছে। একমাত্র শিক্ষার আলো ছড়িয়েই দেশ থেকে দুর্নীতি দূর করা সম্ভব। বিদ্যমান জঙ্গিবাদ ও অর্থনৈতিক সন্ত্রাসের পেছনে রয়েছে লোভের দুর্নীতি।’
তিনি আরও বলেন, ‘জঙ্গিবাদে অর্থায়ন মানে তা পানিতে ফেলা। জঙ্গিবাদের পরিণতি কী হতে পারে তা কল্যাণপুরের ঘটনায় মানুষ দেখেছে। দুর্নীতির টাকা যেভাবে যেখানেই যাক না কেন, সে টাকা পাই-পাই করে ফেরত আনা হবে।