Mon. Sep 15th, 2025
Advertisements

খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ১৮ আগস্ট ২০১৬: একরামুল হক সম্রাট,কুড়িগ্রাম : কুড়িগ্রামে জঙ্গি,সন্ত্রাস ও মাদক প্রতিরোধে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহম্পতিবার দুপুরে কুড়িগ্রাম পুলিশিং সমন্বয় কমিটির উদ্দোগে কুড়িগ্রাম পিটিআই হল রুমে কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলার দু’শতাধিক প্রশিক্ষনরত শিক্ষকদের জঙ্গী, সন্ত্রাস ও মাদক প্রতিরোধে দিক নির্দেশনা প্রদান করা হয়। এছাড়াও সমাজের সর্বস্তরের মানুষ বিশেষ করে শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে জঙ্গিবাদ বিরোধী সচেতনতা গড়ে তোলার আহবান জানানো হয়। মতবিনিময়সভায় বক্তব্য রাখেন কুড়িগ্রাম পুলিশ সুপার মোঃ তবারক উল্লাহ,পিটিআই সুপার ফয়জুল ইসলাম,প্রশিক্ষন কেন্দ্রের সিনিয়র ইন্সট্রাক্টর এনামুল হক,জেলা পুলিশিং সমন্বয় কমিটি আহবায়ক সফি খান, সদর থানার অফিসার ইনচার্জ এসএম সোবহান প্রমুখ।