খোলা বাজার২৪, শুক্রবার, ১৯ আগস্ট ২০১৬: আলিফ হোসেন,তানোর : রাজশাহীর তানোর উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী ‘কর্মকর্তা’ আনসার আলীর বিরুদ্ধে উঙ্খাপিত বিভিন্ন অনিয়ম ও দূর্নীতির অভিযোগের বিভাগীয় তদন্ত শুরু করেছেন কর্তৃপক্ষ। চলতি বছরের ১৮ আগষ্ট বৃহ¯প্রতিবার রাজশাহী বিভাগীয় মৎস্য কর্মকর্তা মনিরুজ্জামান দিনব্যাপী এই তদন্ত কার্যক্রম পরিচালনা করেছেন। এ সময় তার সঙ্গে ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা আরাফাত সিদ্দিকী তিনি মৎস্য অফিসের কর্মকর্তা-কর্মচারি, বিভিন্ন মৎস্য ব্যবসায়ী ও মৎস্য চাষীসহ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক মৎস্য চাষি অভিযোগ করে বলেন, ক্ষেত্র সহকারী আনসার আলী ঘটনা ধামাচাপা দিয়ে তদন্ত প্রতিবেদন তার পক্ষে নিতে বড় অঙ্কের অর্থ নিয়ে ক্ষমতাসীন দলের এক নেতার মাধ্যমে বিভিন্ন মহলে দৌড়-ঝাপ শুরু করেছেন। এদিকে এখবর ছড়িয়ে পড়লে সংশ্লিষ্ট বিভাগে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে।
প্রসঙ্গত, স¤প্রতি বিভিন্ন গণমাধ্যমে ক্ষেত্র সহকারী আনসার আলীর বিভিন্ন অনিয়ম ও দূর্নীতি নিয়ে একাধিক প্রতিবেদন প্রকাশিত হলে টনক নড়ে কর্তৃপক্ষের। গণমাধ্যমে প্রকাশিত এসব প্রতিবেদনের প্রেক্ষিতে ক্ষেত্র সহকারী আনসার আলীর বিরুদ্ধে কর্তৃপক্ষ বিভাগীয় তদন্ত শুরু করেছেন। উপজেলা মৎস্য অফিসের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, সরকারি চাকরিবিধি লঙ্ঘন করে আনসার আলী প্রায় দু’যুগ ধরে একই কর্মস্থলে কর্মরত রয়েছেন। ফলে তার দাপটে কর্মকর্তা-কর্মচারি থেকে শুরু করে সাধারণ মৎস্যচাষি ও ব্যবসায়িরা অতিষ্ঠ হয়ে উঠেছে। তিনি আরো বলেন, আনসার আলীর অপসারণ দাবি করে ইতিমধ্যে সংশ্লিষ্ট বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ করা হলেও রহস্যজনক কারণে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেননি। এব্যাপারে উপজেলা মৎস্য কর্মকর্তা আরাফাত সিদ্দিকী বলেন, ক্ষেত্র সহকারী আনসার আলীর বিরুদ্ধে তদন্ত চলছে। এব্যাপারে রাজশাহী বিভাগীয় মৎস্য কর্মকর্তা ও তদন্তকারি কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, ক্ষেত্র সহকারী আনসার আলীর বিরুদ্ধে উঙ্খাপিত বিভিন্ন অভিযোগের তদন্ত শুরু হয়েছে। তিনি বলেন, অভিযোগের সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এব্যাপারে ক্ষেত্র সহকারী আনসার আলী বলেন, তিনি কোনো অনিয়ম-দূর্নীতি করেননি কাজেই তার বিরুদ্ধে একবার কেনো একশ’ বার তদন্ত করা হলেও তার কিছু যায় আসে না। তিনি বলেন, তাকে বদলি করা হয়নি তাই তিনি এখানে রয়েছেন, বদলি করা হলে তিনি চলে যাবেন এটা নিয়ে তার কোনো আক্ষেপ নাই।