খোলা বাজার২৪, রোববার, ২১ আগস্ট ২০১৬: তুরস্ক পার্লামেন্ট শনিবার ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চুক্তির অনুমোদন দিয়েছে। গত মাসে দেশটিতে ব্যর্থ অভ্যুত্থান প্রচেষ্টার কারণে চুক্তির অনুমোদনে বিলম্ব হয়।
বার্তা সংস্থা এএফপি জানায়, দীর্ঘ ছয় বছর পর ইসরাইলের সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধার চুক্তির অনুমোদন করেছেন আইনপ্রণেতারা। পার্লামেন্ট অধিবেশন গ্রীষ্মকালীন বিরতিতে যাওয়ার আগেই এ চুক্তির অনুমোদন দেয়া হয়।
রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা আনাদোলুর খবরে বলা হয়, চুক্তি অনুযায়ী ২০১০ সালে গাজামুখী তুরস্কের একটি ত্রাণবাহী জাহাজে ইসরাইলি কমান্ডোদের অভিযানের ক্ষতিপূরণ হিসেবে ইসরাইল তুরস্ককে দুই কোটি ডলার দেবে। ওই অভিযানে তুরস্কের ১০ নাগরিক নিহত হয়।
ইসরাইল চুক্তি কার্যকর হওয়ার ২৫ কর্মদিবসের মধ্যে তুরস্ককে থোক টাকা দেবে বলে খবরে বলা হয়।
চুক্তি অনুযায়ী ওই অভিযানের জন্য ইসরাইলের কোন ব্যক্তিবিশেষকে অপরাধী কিংবা আর্থিকভাবে দায়ী করা যাবে না।
ইসরাইলের কেবিনেট মন্ত্রীরা গত জুনে এ চুক্তির অনুমোদন দিয়েছিলেন। তবে গত ১৫ জুলাই অভ্যুত্থান প্রচেষ্টার পর সময়ের কারণে আঙ্কারা চুক্তিটি পার্লামেন্টে পাঠাতে পারেনি।
এখন চুক্তিটি অনুমোদন পাওয়ায় উভয় দেশ কূটনৈতিক সম্পর্ক পুরোপুরি পুনরুদ্ধারে দূত বিনিময় প্রক্রিয়া শুরু করবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।
চুক্তির ফলে ফিলিস্তিনিদের ত্রাণ সরবরাহে তুরস্ককে অনুমতি দিতে হামাস নিয়ন্ত্রিত গাজা প্রণালীতে নৌ চলাচলে নিষেধাজ্ঞা শিথিল হবে।