Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, রোববার, ২১ আগস্ট ২০১৬: সুনামগঞ্জ : সুনামগঞ্জ সদর উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্থ শতাধিক পরিবারের সদস্যদের মাঝে ত্রাণ বিতরণ করেছে জেলা রেড ক্রিসেন্ট সোসাইটি। রবিবার সকাল সাড়ে ১১ টায় শহরের কালীবাড়িস্থ রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যালয়ের সামনে নগদ অর্থ ও ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
বন্যায় ক্ষতিগ্রস্ত সবাইকে নগদ ১ হাজার ৫শত টাকা , ২শত টাকা মূল্যের নিত্য প্রয়োজনীয় সামগ্রী দেয়া হয়।
ঐ সমস্ত বর্ন্যাতদের মাঝে আর্থিক অনুদান ও ত্রাণসামগ্রী তুলে দেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম, রেড ক্রিসেন্ট সোসাইটির জেলা ইউনিটের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমান পীর। এছাড়াও এ সময় উপস্থিত ছিলেন প্রবীন আইনজীবি ও সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ নেতা এডভোকেট সুরেশ চন্দ্র দাস, বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান,জেলা আওয়ামীলীগের সাবেক প্রচার সম্পাদক এডভোকেট হায়দার চৌধুরী লিটন ও জেলা শ্রমিকলীগের সভাপতি সিরাজুর রহমান সিরাজ প্রমুখ।