Wed. Mar 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, সোমবার, ২২ আগস্ট ২০১৬: ঝিনাইদহ : ঝিনাইদহে পিয়াস নামে এক কিশোরকে মাত্র ৭শ’ টাকা চুরির অপবাদ দিয়ে-নির্যাতনের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত নির্যাতনকারী দোকান মালিক তিজারত হোসেন পলাতক রয়েছেন।

রোববার (২১ আগস্ট) বিকেলে কিশোর পিয়াসের খালু বাদী ৩ জনকে আসামি করে থানায় মামলা করেছে। গুরুতর আহত কিশোর পিয়াসকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পিয়াসের স্বজনরা জানিয়েছেন,শনিবার (২০ আগস্ট) সকালে ঝিনাইদহ শহরের কবি সুকান্ত সড়কের সুলতান মার্কেটে অবস্থিত তিজারত ইলেকট্রনিক্সের দোকান থেকে ৭শ’ টাকা চুরির অভিযোগ এনে পিয়াসকে মারপিট করে দোকান মালিক।

এ সময় হাতুড়ি, কাঠের বাটাম ও রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে তাকে রক্তাক্ত করা হয়। এরপর রাত ১২টার দিকে পিয়াসকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে তার স্বজনরা।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) হরেন্দ্রনাথ সরকার সাংবাদিককে জানান, কিশোর নির্যাতনের ঘটনায় তার খালু রুস্তম আলী বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। যার নং-২৯। বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।