খোলা বাজার২৪, সোমবার, ২২ আগস্ট ২০১৬: নাটোরের নলডাঙ্গায় স্ত্রীর আবের জানের মৃত্যুর শোকে স্বামী আকবর আলী নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার ভোরে উপজেলার চক বাঙ্গাল পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আকবর আলী ওই গ্রামের মৃত আব্বাস সরদারের ছেলে।
এলাকাবাসী ও নিহত পরিবার সূত্রে জানা যায়,রবিবার ভোরে আকবর আলী (৭০) তার স্ত্রী আবের জান (৬২) সাপের কামরে মৃত্যু হয়। স্ত্রী আবের জানের মৃত্যুর শোকে সোমবার ভোরে স্বামী আকবর আলী হৃদয়ন্ত্রক্রীয়া বন্ধ হয়ে মারা যায়।