খোলা বাজার২৪, সোমবার, ২২ আগস্ট ২০১৬: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বাংলাদেশ কৃষকলীগের উদ্যোগে গাজীপুরের কাপাসিয়া হরিমঞ্জুরী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ২২ আগস্ট সোমবার বিকালে আলোচনা, বৃক্ষ রোপন ও শিক্ষার্থীদের মাঝে ফলদ চারা বিতরণ অনুষ্ঠান হয়েছে।
গাজীপুর জেলা কৃষকলীগের সভাপতি আতিকুর রহমান লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ মোতাহার হোসেন মোল্লা। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমান, কাপাসিয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও যুবলীগ সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন প্রধান, উপজেলা কৃষকলীগ সভাপতি মোঃ আইন উদ্দিন, কাপাসিয়া থানার এসআই তরিকুল ইসলাম। উপস্থিত ছিলেন উপজেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক মাহবুবুল আলম বাবলু, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মালেক, ইউপি সদস্য আবদুর রব, কৃষকলীগ নেতা মনির হোসেন পনির, আমিনুল ইসলাম হক, ইব্রাহীম মোল্লা, ইব্রাহীম প্রধান প্রমুখ।
প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ভালভাবে পড়াশোনা করে উন্নত মানুষ হতে হবে। মহান নেতা তাজউদ্দীন আহমদ একজন মেধাবী ছাত্র ছিলেন। গ্রামের স্কুলে লেখাপড়া করেও তিনি জাতীয় নেতার স্বীকৃতি পেয়েছেন। তোমাদেরকেও তাজউদ্দীনের মতো বড় হতে হবে। তিনি প্রত্যেক শিক্ষার্থীকে তিনটি করে গাছের চারা রোপনের জন্য উপদেশ দেন।
উপজেলা নির্বাহী অফিসার বলেন, মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বে মাথা উচু করে দাড়াতে সক্ষম হয়েছে।