Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

7খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ২৫ আগস্ট ২০১৬: সিরাজগঞ্জে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুইজন নিহত হয়েছেন।

বুধবার দিনগত রাতে কামারখন্দ উপজেলার জামতলা এলাকায় এ ‘বন্দুকযুদ্ধ’ হয়।
র‌্যাব-১২ এর সিরাজগঞ্জ কোম্পানি কমান্ডার হাসিবুল আলম ‘বন্দুকযুদ্ধে’ ২ সন্ত্রাসীর নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- সানু বাহিনীর প্রধান সানোয়ার সানু (৩৫) ও লুৎফর রহমান (৫২)।
র‌্যাবের দাবি, নিহতরা ‘সন্ত্রাসী সানু বাহিনীর’ সদস্য। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে বলেও জানানো হয়।
তবে নিহতদের বিস্তারিত পরিচয় নিশ্চিত করা হয়নি। তাদের মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হেলাল উদ্দিন র‌্যাব-১২ এর সঙ্গে ‘সন্ত্রাসী সানু বাহিনীর’ ‘বন্দুকযুদ্ধে’ দুইজনের নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।