Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

20160830 - AIBL Training Pressখোলা বাজার২৪, মঙ্গলবার,৩০ আগস্ট ২০১৬: কর্মীদের মাঝে ইসলামী মূল্যবোধ এবং গ্রাহকসেবার মানোন্নয়নের লক্ষ্যে ‘ইসলামিক ইডিওলজি, কার্টেসি অ্যান্ড কাস্টোমার সাভিস’ শীর্ষক প্রশিক্ষণ কোর্স ২৮ আগস্ট, রবিবার ব্যাংকের ট্রেইনিং অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট (এআইবিটিআরআই) এর অনুষ্ঠিত হয়। ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান প্রধান অতিথি হিসেবে কোর্সের উদ্বোধন করেন। ইনস্টিটিউটের প্রিন্সিপাল নুরুল ইসলাম খলিফা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এ সময় ফ্যাকাল্টি মেম্বার ও এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট তৌহিদ সিদ্দিকী উপস্থিত ছিলেন। কোর্সে ব্যাংকের প্রধান কার্যালয় ও নির্ধারিত শাখা সমূহের সহায়ক কর্মচারীগণ অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান ব্যাংকের সকল কর্মকর্তা-কর্মচারীদের মাঝে ইসলামী মূল্যবোধের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন একটি শরীয়াহ্ ভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান হিসেবে গ্রাহকের সঙ্গে সুন্দর আচরণ ও গ্রাহকের সর্বোচ্চ সেবা নিশ্চিত করা প্রত্যেকের দায়িত্ব। তিনি সকলকে দেশ ও জাতির স্বার্থে প্রশিক্ষণলব্ধ জ্ঞান কর্মক্ষেত্রে যথাযথ প্রয়োগের নির্দেশ প্রদান করেন। একই দিনে ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান ইনস্টিটিউটে ‘হ্যান্ডলিং ইনল্যান্ড বিল পার্চেজ আন্ডার এমডিবি অ্যান্ড কিউআইবিডি মোড’ শীর্ষ কোর্সেরও উদ্বোধন করেন