খোলা বাজার২৪, মঙ্গলবার,৩০ আগস্ট ২০১৬: সম্প্রতি ক্রেজি গলফার্স ও আর্লি বার্ডস এর মধ্য একটি প্রীতি গলফ টুর্নামেন্ট ঢাকার কুর্মিটোলা গলফ ক্লাবে অনুষ্ঠিত হয়। ক্রেজি গলফার্স অ্যাসোসিয়েশনের সহযোগিতায় আয়োজিত এই টুর্নামেন্টে আর্লি বার্ডস চ্যাম্পিয়ন হয়। বাংলাদেশের একমাত্র অলিম্পিয়ান গলফার, সিদ্দিকুর রহমান ক্রেজি গলফার্স এর পক্ষে এবং ইন্দোনেশীয় রাষ্ট্রদূত আইওয়ান ডব্লিউ আতমাদজা আর্লি বার্ডস এর পক্ষে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেন।