শুক্র. মার্চ ২৯, ২০২৪
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
EID-GAH-03খোলা বাজার২৪,শুক্রবার, ০২ সেপ্টেম্বর ২০১৬: র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালকআহমেদ বলেছেন, ঈদুল আজহা সামনে রেখে নিষিদ্ধঘোষিত সংগঠন জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি), আনসারুল্লাহ বাংলা টিম (এবিটি) ও হিযবুত তাহরীরকে নজরদারিতে রাখা হয়েছে।
শুক্রবার কমলাপুর রেলস্টেশন পরিদর্শন শেষে  সাংবাদিকদের এ কথা জানান র‌্যাবের মহাপরিচালক।

জঙ্গিদের অপতৎপরতা রোধে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি আছে বলে জানান বেনজীর। তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য সার্বিকভাবে একটা নিরাপত্তার চাদর ছুড়ে দেওয়া, যাতে করে উৎসবমুখর পরিবেশে, যাতে কোনো প্রকার উদ্বেগ-উৎকণ্ঠা ছাড়া এ দেশের সাধারণ মানুষ ঈদুল আজহা উদযাপন করতে পারে। জেএমবি, এবিটি ও হিযবুত তাহরীর এদের ওপর আমাদের নজরদারি আছে।’

সময়-সুযোগমতো অবশ্যই জঙ্গিদের গ্রেপ্তার করে আইনের মুখোমুখি করা হবে বলে আশ্বাস দেন র‌্যাবের মহাপরিচালক। তিনি  বলেন, ‘দেশবাসীকে আমরা নিশ্চিত করেতে পারি, অনুরোধ করতে পারি, আস্থা রাখতে পারেন।’