খোলা বাজার২৪,সোমবার,০৫ সেপ্টেম্বর ২০১৬ঃ একাত্তরের মানবতাবিরোধী অপরাধে জামায়াত নেতা মীর কাসেম আলীর ফাঁসি কার্যকর হয়েছে। শনিবার রাত ১০টা ৩০ মিনিটে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ এ তার ফাঁসি কার্যকর করার পর দেশের পাশাপাশি বিশ্বের গণমাধ্যমগুলোতেও গুরুত্ব সহকারে খবরটি প্রকাশ করা হয়েছে।
বার্তা সংস্থা এএফপির খবরের শিরোনাম ছিল- ‘বাংলাদেশ হ্যাঙস টপ ফাইন্যান্সার অব লার্জেস্ট ইসলামিস্ট পার্টি’। এতে বলা হয়, জামায়াতের শীর্ষ অর্থ-জোগানদাতা পুঁজিপতি মীর কাসেমের ফাঁসি কার্যকর করেছে বাংলাদেশ।
বিবিসিরও তারা শিরোনাম করে- ‘বাংলাদেশ হ্যাঙস ইসলামিস্ট টাইকুন মীর কাসেম আলী’, অর্থাৎ ইসলামপন্থী শিল্পপতি মীর কাসেমের ফাঁসি কার্যকর কলো বাংলাদেশ।
অন্যদিকে বিবিসি বাংলাতে বলা হয়, ১৯৭১ সালের যুদ্ধাপরাধের দায়ে সাজাপ্রাপ্ত জামায়াতের একজন গুরুত্বপূর্ণ নেতার মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। এ খবরের শিরোনাম ছিল, ‘মীর কাসেম আলীর মৃত্যুদণ্ড কার্যকর।’
মধ্যপ্রাচ্যের শক্তিশালী মিডিয়া আলজাজিরা শিরোনাম করে, ‘বাংলাদেশ এক্সিকিউটস লাস্ট প্রোমিনেন্ট জামায়াত লিডার।’
পাকিস্তানের ডন অনলাইনের শিরোনাম ছিল- ‘বাংলাদেশ হ্যাঙস অ্যানাদার টপ জামায়াতে ইসলামী লিডার ওভার ওয়ার ক্রাইমস।’ এছাড়া বিশ্বের আরো বেশ কয়েকটি সংবাদমাধ্যমে মীর কাসেমের ফাঁসি কার্যকরের খবর প্রকাশিত হয়।