শুক্র. মার্চ ২৯, ২০২৪
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪,বুধবার,০৭ সেপ্টেম্বর, ২০১৬: বাগেরহাট : বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ২৮৬ নং পশ্চিম জিউধরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা শাহানাজ বেগমের মারপিটে আহত ছাত্র সাকিব হাসপতালে চিকিৎসাধীন । মঙ্গলবার সন্ধ্যায় তাকে মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, ঘটনার দিন বিদ্যালয় চলাকালীন সময়ে সহকারি শিক্ষিকা শাহানাজ বেগম চতুর্থ শ্রেণির ছাত্র সাকিব (৯) ও জাহিদ (১০) কে পুকুর থেকে বাথরুমে পানি এনে দিতে বলেন। তারা পানি আনতে দেরি করার ঐ শিক্ষিকা তাদের বেত দিয়ে মারপিট করে। মারপিটে আহত ছাত্র সাকিব ফ্লোরে পড়ে গিয়ে গুরুতর আহত হয় বলে প্রধান শিক্ষিকা খাজিনতা বেগম ও ছাত্রের মা নূরুন্নাহার বেগম জানান। সন্ধ্যায় আহত ছাত্রের মা ও প্রধান শিক্ষিকা সহ এলাকার লোকজন ঘটনাটি উপজেলা শিক্ষা অফিসার আনিছুর রহমানকে আবহিত করেন। তিনি এ ঘটনায় তদন্তপূর্বক প্রতিবেদন দাখিল করার জন্য সংশ্লিষ্ট ক্লাষ্টারের উপজেলা সহকারি শিক্ষা অফিসার বাবু সুবির ঘোষ, প্রধান শিক্ষক কামরুল আহসান বাবলু, রবিন্দ্রনাথ বিশ্বাস,হারুন অর রশিদ ও ওমর ফারুককে সদস্যে করে তদন্ত কমিটি গঠন করেন। উপজেলা শিক্ষা অফিসার মোঃ আনিছুর রহমান বলেন, তদন্ত কমিটির রিপোর্ট সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। উপজেলা আবাসিক মেডিকেল অফিসার মুফতি কামাল জানান, আহত ছাত্র সাকিব হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

অন্যরকম