খোলা বাজার২৪, শনিবার, ১০ সেপ্টেম্বর ২০১৬: কক্সবাজারের রামুতে নৌকাডুবির ঘটনায় দুই স্কুলছাত্র নিখোঁজ রয়েছে। শুক্রবার বিকাল সাড়ে ৪ টার দিকে রামুর চাকমারকূল ইউনিয়নের কলঘর বাজার সংলগ্ন বাঁকখালী নদীতে এ ঘটনা ঘটে।
নিখোঁজ ২ স্কুলছাত্রের মধ্যে একজন মোহাম্মদ আসিফ (১৬)। অপরজনের নাম জানা যায়নি। তারা দুইজনেই রামুর দক্ষিণ মিঠাছড়ি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী।
স্থানীয়দের বরাত দিয়ে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, রামুর কলঘর বাজার সংলগ্ন বাঁকখালী নদী পারাপার ঘাটে যাত্রী বহনকারি নৌকা নদীর মাঝখানে পৌঁছলে উল্টে যায়। এতে নৌকায় থাকা যাত্রীরা নদীর পানিতে পড়ে যায়। এ সময় একজনকে জীবিত উদ্ধার করা হলেও ঘটনার পর থেকে আসিফ ও নাম না জানা আরেকজন নিখোঁজ রয়েছে।
ওসি জানান, নিখোঁজদের সন্ধানে পুলিশ ও স্থানীয়রা বাঁকখালী নদীর বিভিন্ন পয়েন্টে তৎপরতা চালাচ্ছে।