খোলা বাজার২৪,শনিবার, ১০ সেপ্টেম্বর ২০১৬: এই খবর মোটামুটি সবার জানা যে, ‘দঙ্গল’ ছবির পর আমির খান ‘সিক্রেট সুপারস্টার’ ছবিতে কাজ করবেন। ছবিতে একজন সংগ্রামী গায়িকার ও তার জীবনকাহিনী তুলে ধার হবে। অবশ্য সেখানে খানে একটি ক্যামিও চরিত্রে থাকবেন তিনি।
ছবিতে আমির খান থাকবেন সংগীত পরিচালকের চরিত্রে। সেখানে নতুন রূপে দেখা যাবে তাকে। গত মঙ্গলবার থেকে ছবিটির শুটিং শুরু করেছেন আমির।
‘সিক্রেট সুপারস্টার’ সিনেমাটি পরিচালনা করছেন আমিরের সাবেক ম্যানেজার আদাভাইত চন্দন।