খোলা বাজার২৪, শনিবার, ১০ সেপ্টেম্বর ২০১৬: ঠাকুরগাঁওয়ে ইয়াবা সহ এক যুবককে আটক করেছে সদর থানা পুলিশ। আটক যুবকের নাম লিটন(২৫)। সে ঠাকুরগাঁও সদর উপজেলার ইসলাম নগর(খানকাহ্) এলাকার মৃত সাত্তার আলীর ছেলে।
শনিবার (১০ সেপ্টেম্বর)থানা সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঠাকুরগাঁও সদর থানার এসআই মোঃ শামীম সঙ্গীয় ফোর্স সহ শুক্রবার সন্ধ্যায় ঠাকুরগাঁও সুগার মিলস্ গেটের সামনে থেকে ইয়াবা বিক্রিরত অবস্থায় আটক করে। এ সময় তার শরীর তল্লাশী চালিয়ে ২৩ পিচ গোলাপী রঙের ইয়াবা ট্যাবলেট পাওযা যায়।
ইয়াবা সহ যুবক আটকের সত্যতা নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো: মশিউর রহমান।তিনি বলেন এ ব্যাপারে মাদক আইনে একটি মামলা রজু হয়েছে।