Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪,শনিবার, ১০ সেপ্টেম্বর ২০১৬: রায়, দিনাজপুর : ডাক্তার ও নার্সদের অভাবে দিনাজপুর জেনারেল হাসপাতালের চিকিৎসা সেবা ভেঙ্গে পড়েছে। ডাক্তার ও নার্স এবং জনবলের স্বল্পতার কারনে ২৫০ শর্য্যা বিশিষ্ট দিনাজপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। বলতে গেলে এমন অবস্থায় চলছে দিনাজপুর সদর হাসপাতাল বা জেনারেল হাসপাতাল। এখানে যারা স্টাফ আছে তারা অত্যান্ত যতœসহকারে রোগীকে চিকিৎসা দিতে আগ্রহী। তারপরও বিশেষজ্ঞ ডাক্তার ও অভিজ্ঞ ডাক্তারের স্বল্পতার কারণে তারা চিকিৎসা দিতে পারছেন না রোগীদেরকে।
প্রতিদিন আউটডোরে কমপক্ষে ৮শত রোগী চিকিৎসা নিতে আসলে ডাক্তারের অভাবে উপযুক্ত চিকিৎসা না নিয়ে তারা ফিরে যায়। এ্যানেসথেসিয়া করন ডাক্তারের অভাবে ছোটখাট অপারেশন ছাড়া বড় ধরনের কোন অপারেশন এখানে হয় না। এখানে রয়েছে মেডিসিন বিভাগ, সার্জারি বিভাগ, ইএন্টটি বিভাগ, যৌন ও চর্ম বিভাগ, অর্থ সার্জারি বিভাগ, কার্ডিওলজি বিভাগ, গাইনী বিভাগ এবং শিশু বিভাগ এই বিভাগ গুলি চালু রাখার জন্য বেশীর ভাগ ক্ষেত্রেই ডাক্তার নেই। অন্যদিকে জরুরী বিভাগেও ডাক্তারের স্বল্পতার কারনে আহত রোগীরা তৎক্ষনাত উপযুক্ত চিকিৎসা পায় না। রোগীদের যেনতেন ভাবে চিকিৎসা দিয়ে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল অথবা রংপুর না হয় ঢাকায় রেফার্ড করা হয়।
যে সব পদে ডাক্তার নেই সেই পদগুলি হচ্ছে ইএনটি সহকারী পদে ১ জন, সার্জারী সহকারী পদে ২ জন, সহকারী মেডিসিন পদেন ২ জন, এনেসথেসিয়া পদে ১ জন, মেডিকেল অফিসার পদে ৫ জন, ইমাজেন্সি মেডিকেল অফিসার পদে ৩ জন, শিশু বিভাগে জুনিয়ার কনসালটেন্ড পদে ১ জন, গাইনী বিভাগে ১ জন এবং প্যাথলজি পদে ১ জন ডাক্তার কম রয়েছে। অন্যদিকে সিনিয়র স্টাফ নার্সের পদ রয়েছে ১২৪ জন। তার মধ্যে ৭৫টি সিনিয়র স্টাফ নার্সের পদ এখনও শূন্য রয়েছে বলে জানান দিনাজপুর জেনারেল হাসপাতালের হেড ক্লার্ক মোঃ সামসুদ্দিন। প্রতিদিন জেনারেল হাসপাতালে ভর্তির জন্য রোগী আসে প্রায় ২শ থেকে ২২০ জন রোগী। বেশির ভাগ ক্ষেত্রে বিশেষজ্ঞ ডাক্তার না থাকায় ইন্টার্নী ডাক্তার ও অভিজ্ঞ নার্স দাঁড়া দাইসারাব ভাবে চিকিৎসা দিয়ে আত্মতুষ্টি অনুভব করেন তারা।