খোলা বাজার২৪,শনিবার, ১০ সেপ্টেম্বর ২০১৬: জেলার টঙ্গীর বিসিক শিল্প নগরীর ট্যাম্পাকো ফয়েল লিমিটেড প্রিন্টিং এ্যান্ড প্যাকেজিং কারখানার বিস্ফোরণ বয়লার থেকে নয়, গ্যাসরুম থেকে বিস্ফোরণে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে বলে মন্তব্য করেছেন ঢাকা অঞ্চলের আঞ্চলিক বয়লার পরিদর্শক ও তথ্য কর্মকর্তা মো. শরাফত আলী।
শনিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে দুর্ঘটনা কবলিত কারখানা পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
শরাফত আলী বলেন, টঙ্গীর কারখানায় বিস্ফোরণ বয়লার থেকে নয়, গ্যাসরুম থেকে হয়েছে। সেখানে বয়লার রুম অক্ষত রয়েছে। তবে সেটি ঝুঁকির মধ্যে আছে। আগুন আরও ছড়িয়ে পড়লে বয়লার রুম বিস্ফোরণের আশঙ্কা রয়েছে।
এ ধরনের বিস্ফোরণ ঘটলে মিডিয়াগুলো সাধারণত বয়লার বিস্ফোরণ বলে চালিয়ে দেয়, যা উচিত নয় বলেও দাবি করেন তিনি।
ট্যাম্পাকো ফয়েল লিমিটেড প্রিন্টিং এ্যান্ড প্যাকেজিং কারখানার বয়লার হেলপার মোহাম্মদ ইমাম উদ্দিন বলেন, বয়লার রুম অক্ষত রয়েছে। এই আগুন গ্যাসরুম থেকে হয়েছে।
উল্লেখ্য, সকাল ৬টার দিকে টঙ্গীর বিসিক শিল্প নগরীর ট্যাম্পাকো কারখানাটিতে অগ্নিকাগেু নিহত হয়েছে ২৮ জন। এ ঘটনায় অর্ধশতাধিক শ্রমিক আহত হয়েছে। নিহতদের মধ্যে নারী শ্রমিকও রয়েছে।
এ ঘটনায় শোক জানিয়েছেন রাষ্ট্রপ্রতি আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।