Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

38খোলা বাজার২৪, রোববার, ১১ সেপ্টেম্বর ২০১৬: পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে জনপ্রিয় মডেল অনার ফোরএক্স ও ওয়াই৬২৫-এর দাম কমালো বিশ্বখ্যাত স্মার্টফোন ব্র্যান্ড হুয়াওয়ে। ১৪ হাজার ৯৯০ টাকা থেকে কমিয়ে অনার ফোরএক্স-এর দাম ১৩ হাজার ৯৯০ এবং আট হাজার ৪৯০ টাকা থেকে কমিয়ে ওয়াই ৬২৫-এর দাম সাত হাজার ৯৯০ টাকা নির্ধারণ করা হয়েছে।

১ দশমিক ২ গিগাহার্জ অক্টা-কোর প্রসেসর, দুই জিবি র‌্যাম, আট জিবি ইন্টারনাল স্টোরেজ ও ৫ দশমিক ৫ ইঞ্চি এইচডি ডিসপ্লের অনার ফোরএক্স মডেলে আছে ১৩ মেগাপিক্সেলের রিয়ার ও পাঁচ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। আছে ৩০০০ এমএএইচ এর ব্যাটারি। ফোনটির অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ললিপপ ৫.১.১।
হুয়াওয়ে ওয়াই৬২৫ ফোনটিতে রয়েছে ১ দশমিক ২ গিগাহার্জ কোয়াড-কোর প্রসেসর, এক জিবি র‌্যাম, আট জিবি ইন্টারনাল স্টোরেজ ও পাঁচ ইঞ্চি ডিসপ্লে। ছবি তোলার জন্য আছে আট মেগাপিক্সেলের রিয়ার ও দুই মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। ২০০০ এমএএইচ ব্যাটারি সমৃদ্ধ ওয়াই৬২৫ ফোনটির অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড কিটক্যাট ৪.৪।
হুয়াওয়ে টেকনলোজিস (বাংলাদেশ) লিমিটেডের ডিভাইস বিজনেসের ডিরেক্টর ইংমার ওয়্যাং বলেন, ‘গণমানুষের হাতে স্মার্টফোন পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে হুয়াওয়ে। গ্রাহকদের জন্য সাধ্যের মধ্যে মানসম্মত স্মার্টফোন পৌঁছে দিতে হুয়াওয়ে সবসময় চেষ্টা করে’।
ঢাকার বসুন্ধরা সিটি শপিং মল, ইস্টার্ন প্লাজা ও যমুনা ফিউচার পার্কসহ দেশের ৬৪টি জেলায় হুয়াওয়ের ব্র্যান্ডশপ ও রিটেইলার শপগুলো থেকে হ্রাসকৃত দামে হুয়াওয়ে অনার ফোরএক্স ও ওয়াই৬২৫ কিনতে পারবেন ক্রেতারা।