শুক্র. মার্চ ২৯, ২০২৪
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

62kগুলশানের ক্যাফেতে জঙ্গি হামলার প্রেক্ষাপটে কূটনীতিকদের নিরাপত্তা নিশ্চিত করতে একগুচ্ছ প্রস্তাব দিয়েছে বাংলাদেশ সরকার।
পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী বলেছেন, এখন থেকে দূতাবাসগুলো অতিরিক্ত নিরাপত্তাবাহিনী হিসেবে আনসার ব্যাটালিয়েনের সদস্যদের নিয়োগ করতে পারবে।
সেইসঙ্গে অনুমতি নিয়ে বুলেটপ্রুফ গাড়ি আনতে এবং হলুদ নম্বর প্লেটের সঙ্গে সাদা নম্বর প্লেটও তারা ব্যবহার করতে পারবে।
রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় কূটনীতিকদের সামনে এসব প্রস্তাব তুলে ধরেন তিনি।
পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কূটনীতিকদের নিরাপত্তা জোরদারে সরকার সবকিছু করেছে এবং এসব পদক্ষেপে তারা খুশি।
১ জুলাই কূটনীতিক পাড়ার মধ্যে হলি আর্টিজান বেকারিতে হামলায় ১৭ বিদেশিসহ ২০ জন নিহত হয়।
হামলার পর নতুন নিরাপত্তা ব্যবস্থার দাবি জানিয়ে আসছিলেন কূটনীতিকরা।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, “শক্তিশালী নিরাপত্তা পদক্ষেপে বিদেশি নাগরিকরা আস্থা ফিরে পেয়েছেন।
“গত কয়েক সপ্তাহে শীর্ষ পর্যায়ের কয়েকটি সফরের মধ্যে তার প্রতিফলন ঘটেছে,” তার উদ্ধৃতি দিয়ে মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে।