বৃহঃ. মার্চ ২৮, ২০২৪
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

12kবিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.)আ স ম হান্নান শাহের হৃদযন্ত্রে এনজিওপ্লাস্টি হয়েছে। সিঙ্গাপুরের র‌্যাফেলস হার্ট সেন্টারে এনজিওপ্লাস্টির মাধ্যমে তার হৃদযন্ত্রের ধমনীতে চারটি রিং বসানো হয়েছে।
হান্নান শাহর ব্যক্তিগত সহকারী মো. ইউনুস বাবুল মঙ্গলবার বিষয়টি নিশ্চত করেন। তিনি জানান, হান্নান শাহের হৃদযন্ত্রের ধমনীতে যে কয়েকটি ব্লক সৃষ্টি হয়েছিল, সেখানে চারটি রিং বসানো হয়েছে।এখন তাকে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
গত ১১ সেপ্টেম্বর রাত ১২টায় এয়ার অ্যাম্বুলেন্সে করে হান্নান শাহকে সিঙ্গাপুরে নেওয়া হয়। তার ছোট ছেলে রিয়াজুল ও মেয়ে শারমিন হান্নান সুমিও সঙ্গে গেছেন। এর আগে গত ৬ সেপ্টেম্বর অসুস্থ অবস্থায় হান্নান শাহকে ঢাকার সিএমএইচে ভর্তি করানো হয়েছিল। সেখানে আইসিইউতে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। এরপর ৮ সেপ্টেম্বর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে লাইফ সাপোর্ট খুলে দেওয়া হয়েছিল। কিন্তু অবস্থার ফের অবনতি ঘটলে তাকে পুনরায় লাইফ সাপোর্টে রাখা হয়।