Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

নরসিংদী প্রতিনিধি: অন্যান্য জেলার তুলনায় এ জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নত বলে সন্তোষ প্রকাশ করেন বক্তারা।

এখানে আইন-শৃঙ্খলা কমিটির এক সভায় অংশগ্রহণকারী বক্তারা সোমবার এ কথা বলেন।

তারা বলেন, পুলিশ প্রশাসন ও জেলা প্রশাসনের কঠোর পদক্ষেপের কারণে জেলায় সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ নিয়ন্ত্রণে রয়েছে।
জেলায় অপরাধের হার উল্লেখযোগ্য হারে কমে গেছে বলে উল্লেখ করেন তারা।

পুলিশ সুপার কার্যালয় সূত্র জানায়, আগস্ট ২০১৬ মধ্যে ১৯৩টি ফৌজদারী মামলা দায়ের করা হয়েছে। যা গত বছরে ছিল ২১২টি মামলা।

জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামানের সভাপতিত্বে সভায় পুলিশ সুপার আমেনা বেগম বলেন, জেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সব ধরনে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

তিনি বলেন, জেলার জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে নৈরাজ্য, সন্ত্রাস, জঙ্গিবাদ মাদক পাচার ও অন্যান্য অপরাধ দমনে বিপুলসংখ্যক পুলিশ রাস্তায় ও মহাসড়কে টহলরত রয়েছে।

সভায় আইন-শৃঙ্খলা কমিটির সদস্যরা জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে পুলিশ সুপার আমেনা বেগম ও তার প্রশাসনিক দক্ষতার প্রশংসা করেন।