Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

18kখোলা বাজার২৪, বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর ২০১৬: প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজিব ওয়াজেদ জয় আইসিটি ফর ডেভেলপমেন্ট এ্যাওয়ার্ডে ভূষিত হওয়ায় পঞ্চগড়ে আনন্দ মিছিল করেছে জেলা ছাত্রলীগ।

বৃহস্পতিবার দুপুরে জেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে থেকে একটি আনন্দ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। মিছিলে জেলা ছাত্রলীগ, উপজেলা ছাত্রলীগ, পৌর ছাত্রলীগ, এমআর কলেজ শাখা ছাত্রলীগসহ বিভিন্ন ইউনিয়ন ছাত্রলীগের প্রায় শাতাধিক নেতা-কর্মী অংশ নেন।

মিছিল শেষে জেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীহের সভাপতি আকতারুজ্জামান আকতার ও সাধারণ সম্পাদক মারুফ রায়হান, ছাত্র নেতা হারুন অর রশিদ, হাবিবুর রহমান শিশির, আশিকুজ্জামান সৌরভ প্রমূখ।

গত সোমবার নিউইয়র্কের হোটেল মিলেনিয়ামের রিভারভিউ সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে বিখ্যাত হলিউড অভিনেতা রবার্ট ডেভি সজিব ওয়াজেদ জয়ের হাতে এই পুরষ্কার তুলে দেন।

তথ্য ও য়োগাযোগ প্রযুক্তির ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ওয়ার্ল্ড ওর্গানাইজেশন অব গভর্নেন্স অ্যান্ড কম্পিটিটিভনেস, প্ল্যান ট্রিফিনিও, গ্লোবাল ফ্যাশন ফর ডেভেলপমেন্ট এবং কনেক্টিকাট স্টেটের নিউ হেভেন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেস তাকে সম্মিলিত ভাবে এই এই এ্যায়ার্ডে ভূষিত করে।