Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
উপকরণ: রুই মাছের মাথা ২টি (টুকরা করে কাটা)। লাউ ছোট করে কাটা ১ বাটি। পেঁয়াজ কুচি ১টি। পেঁয়াজবাটা ১টি। আদাবাটা ১ চা-চামচ। রসুনবাটা দেড় চা-চামচ। আস্ত জিরা ১/৪ চা-চামচ। কাঁচামরিচ ফালি ৪,৫ টি। শুকনা-মরিচ ২,৩টি। ধনে ও জিরা গুঁড়া ১ চা-চামচ করে। হলুদগুঁড়া পরিমাণ মতো। মরিচগুঁড়া স্বাদ মতো। লবণ স্বাদ মতো। তেল পরিমাণ মতো। ভাজা জিরাগুঁড়া আধা চা-চামচ। এলাচ ১,২ টি। চিনি সামান্য।