Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, শুক্রবার, ২৩ সেপ্টেম্বর ২০১৬: বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদের আমন্ত্রণে মক্কা আল মুকাররমায় পবিত্র হজ্জ পালন ও মদীনা মুনাওয়ারায় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাললাহু আলাইহি ওয়া সাল্লামের রওজা মুবারক জিয়ারত শেষে বৃহস্পতিবার লন্ডন পৌঁছেছেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান।
লন্ডন স্থানীয় সময় বিকাল ৪টায় এ্যামিরাত এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হিথ্রো বিমানবন্দর পৌছান তিনি। স্ত্রী ডা: জোবায়দা রহমান ও কন্যা জায়েমা রহমান এসময় তারেক রহমানের সাথে ছিলেন।

যুক্তরাজ্য বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ বিমান বন্দরে তাকে স্বাগত জানান।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক, সাধারন সম্পাদক কয়সর এম আহমেদ, স্বেচ্ছাসেবকদলের সভাপতি নাসির আহমেদ শাহীন, সাবেক ছাত্রনেতা পারভেজ মল্লিক প্রমুখ।

উল্লেখ্য গত ৭ সেপ্টেম্বর রাজকীয় মেহমান হিসাবে হজ্জ পালনে সৌদি আরব যান তারেক রহমান।