খোলা বাজার২৪, শুক্রবার, ২৩ সেপ্টেম্বর ২০১৬:প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউইয়র্কে পাঁচ দিনের ব্যস্ত সফর শেষে বৃহস্পতিবার সন্ধ্যায় সড়কপথে ওয়াশিংটন পৌঁছেছেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহ্সানুল করিম বলেন, ২৫ সেপ্টেম্বর দেশের উদ্দেশে রওয়ানা দেয়ার আগে প্রধানমন্ত্রী দুই দিন ওয়াশিংটনে অবস্থান করবেন। খবর বাসসের
প্রধানমন্ত্রী দুবাই হয়ে ২৬ সেপ্টেম্বর বিকেলে ঢাকায় পৌঁছবেন।
ওয়াশিংটনের উদ্দেশে রওয়ানা হওয়ার আগে প্রধানমন্ত্রী বৃহস্পতিবার নিউইয়র্কে বাংলাদেশের স্থায়ী মিশন অফিসে একটি সংবাদ সম্মেলন করেন। স্থানীয় সংবাদ মাধ্যমকে তার এই সফর সম্পর্কে অবহিত করতে এই সম্মেলনের আয়োজন করা হয়।
পরে তিনি ভয়েস অব আমেরিকাকেও সাক্ষাৎকার দেন।
ওয়াশিংটন পৌঁছেছেন প্রধানমন্ত্রী
খোলা বাজার২৪, শুক্রবার, ২৩ সেপ্টেম্বর ২০১৬:প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউইয়র্কে পাঁচ দিনের ব্যস্ত সফর শেষে বৃহস্পতিবার সন্ধ্যায় সড়কপথে ওয়াশিংটন পৌঁছেছেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহ্সানুল করিম বলেন, ২৫ সেপ্টেম্বর দেশের উদ্দেশে রওয়ানা দেয়ার আগে প্রধানমন্ত্রী দুই দিন ওয়াশিংটনে অবস্থান করবেন। খবর বাসসের
প্রধানমন্ত্রী দুবাই হয়ে ২৬ সেপ্টেম্বর বিকেলে ঢাকায় পৌঁছবেন।
ওয়াশিংটনের উদ্দেশে রওয়ানা হওয়ার আগে প্রধানমন্ত্রী বৃহস্পতিবার নিউইয়র্কে বাংলাদেশের স্থায়ী মিশন অফিসে একটি সংবাদ সম্মেলন করেন। স্থানীয় সংবাদ মাধ্যমকে তার এই সফর সম্পর্কে অবহিত করতে এই সম্মেলনের আয়োজন করা হয়।
পরে তিনি ভয়েস অব আমেরিকাকেও সাক্ষাৎকার দেন।