খোলা বাজার২৪, শুক্রবার, ২৩ সেপ্টেম্বর ২০১৬: চন্দ্র দাস,ঠাকুরগাঁও : ঠাকুরগাঁও শহরের রোড এলাকার ২নং ওয়াবদা কোলনি হতে ৫০০ পিচ ইয়াবা ও ১টি খেলনা পিস্তল সহ একজন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঠাকুরগাঁও ডিবি পুলিশ।
ডিবি পুলিশ সুত্রে জানা যায়, বৃহস্পতিবার(২২ সেপ্টেম্বর) সন্ধা ৭ টায় গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এস আই আবুল বাশার এর নেতৃত্বে ডিবি পুলিশ এর বিশেষ অভিযানে ঠাকুরগাঁও এর শীর্ষস্থানীয় মাদক ব্যবসায়ী মোঃআলমগীর হোসেন(কাল্লু মামা)কে ৫০০ পিচ ইয়াবা ও একটি খেলনা পিস্তল সহ আটক করে।
ডিবি পুলিশের এস আই আবুল বাশার জানান, আলমগীর একজন চিহ্নিত মাদক বিক্রেতা। আগে সে ফেন্সিডিল বিক্রয় করতো, এখন সে ইয়াবা ব্যবসার সাথে জড়িত।তার নামে বেশ কয়েকটি মাদক মামলা রয়েছে।
ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার ফারহাত আহমেদ জানান, ঠাকুরগাঁও রোড এলাকার কূখ্যাত মাদক সম্রাট আলমগীর।সে প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে এতোদিন ইয়াবা ব্যবসা করে আসছিল।অবশেষে ঠাকুরগাঁও ডিবি পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।