Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

44kখোলা বাজার২৪, শুক্রবার, ২৩ সেপ্টেম্বর ২০১৬: মহশীন রেজাকে সভাপতি ও শফিকুল ইসলাম খোকনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে নওগাঁয় বাংলদেশের কমিউনিস্ট পার্টি(সিপিবি)’র নতুন জেলা কমিটি গঠিত হয়েছে।

শুক্রবার বিকালে শহরের প্যারীমোহন পাবলিক লাইব্রেরীর মিলনায়তনে পার্টির ৮ম জেলা সম্মেলনের কাউন্সিল অধিবেশনে নতুন এ কমিটি গঠনের মধ্যদিয়ে দু’দিন ব্যাপী জেলা সম্মেলন সমাপ্ত হয়।

কাউন্সিলে গত চার বছরের রাজনৈতিক প্রতিবেদন উত্থাপন, আলোচনা ও গ্রহন করা হয়। এসব প্রতিবেদন উত্থাপন করেন গত কমিটির সাধারণ সম্পাদক মহশীন রেজা।

কাউন্সিলে বিভিন্ন অধিবেশনে সভাপতিত্ব করেন ময়নুল হক মুকুল ও রতন ফনি।

এসময় কেন্দ্রীয় কমিটির প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন সরদার রুহিন হোসেন প্রিন্স।

সম্মেলনে সভাপতি, সাধারণ সম্পাদক সহ ময়নুল হক মুকুল ও প্রদ্যুৎ ফৌজদারকে নিয়ে চার সদস্য বিশিষ্ট জেলা সম্পাদক মন্ডলী ও ১১সদস্য বিশিষ্ট জেলা কমিটি গঠিত হয়।