খোলা বাজার২৪, শুক্রবার, ২৩ সেপ্টেম্বর ২০১৬: সিরাজদিখানে মালখানগর ঐক্যতান সমাজ কল্যাণ সংগঠনের আয়োজনে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা ও ডায়াবেটিক পরীক্ষাসহ ঔষধ বিতরণ করা হয়। মালখানগর হাই স্কুল প্রাঙ্গণে গতকাল শুক্রবার সকাল ৮ থেকে শুরু করে প্রায় ১ হাজার রোগীকে দিনব্যাপী এই চিকিৎসা সেবা দেওয়া হয়।
চিকিৎসা সেবা অনুষ্ঠানে সংগঠনের সভাপতি সাহাদাত হোসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. শাহিন ইসলামের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মহিউদ্দিন আহম্মেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মাহবুবুল আলম, সমাজ সেবক ইঞ্জি. মজিবুর রহমান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আনিসুর রহমান মৃধা, মো. মাসুদ খান, সুবির চক্রবর্তী, ইকবাল হোসেন প্রমুখ।
ঢাকা মেডিকেল, বঙ্গবন্ধু মেডিকেল ও বারডেম হাসপাতালের ১২ সদস্য বিশিস্ট চিকিৎসকের একটি দল দিনব্যাপী এ চিকিৎসা প্রদাণ করেন।