শুক্র. মার্চ ২৯, ২০২৪
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

67খোলা বাজার২৪, শনিবার, ২৪ সেপ্টেম্বর ২০১৬: শীঘ্রই বাংলাদেশের মুদ্রা বাজারে আসছে ১০ টাকা মূল্যমানের কয়েন। মুল্যস্ফীতির সঙ্গে তাল মিলিয়ে ধাতব মুদ্রার ব্যবহার ধরে রাখতে এ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ড. বিরূপাক্ষ পাল এ তথ্য নিশ্চিত করেছেন।
বিরূপাক্ষ পাল বলেন, ২০১৭ সালের শুরু থেকেই ১০ টাকার কয়েন বাজারে আসতে পারে। মূল্যস্ফীতির সঙ্গে তাল মিলিয়ে কয়েনের ব্যবহার ধরে রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া কয়েন ব্যবহারে বেশ কিছু সুবিধাও রয়েছে। কারণ কয়েন টাকার মতো সহজে নষ্ট হয় না। টাকার চেয়ে কয়েন বহন করতেও সুবিধা হয়।
তিনি বলেন, ধাতব মুদ্রার ব্যবহার ধরে রাখতে ভবিষ্যতে প্রয়োজনে ২০ ও ২৫ টাকার কয়েন বাজারে ছাড়বে বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশের মুদ্রা বাজারে বর্তমানে ১, ২, ও ৫ টাকার কয়েন রয়েছে।