বুধ. এপ্রি ১৭, ২০২৪
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

52খোলা বাজার২৪, সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০১৬: মালয়েশিয়ার সেলানগর প্রদেশের কুয়ালা লাঙ্গাত এলাকায় এক বাংলাদেশীকে কুপিয়ে ও পুড়িয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

স্থানীয় সময় রোববার রাত পৌনে ১২টার দিকে কুয়ালা লাঙ্গাত এলাকার লোরোং পান্তাই কেলানাং সৈকত থেকে ওই বাংলাদেশীর দগ্ধ লাশ উদ্ধার হয়। তার শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্নও ছিল।
নিহত বাংলাদেশীর নাম সৈয়দ আলী। বয়স আনুমানিক ৪০ বছর। তার পাসপোর্ট নম্বর বিসি-০২১৪৫৩৪।
পুলিশের ধারণা, ধারালো অস্ত্রের আঘাতে হত্যার পর লাশে আগুন ধরিয়ে দেয়া হয়।
কুয়ালা লাঙ্গাত জেলা পুলিশ প্রধান জাইলান তাসির সংবাদমাধ্যমকে বলেন, লাশের শরীরের প্রায় শতভাগ পুড়ে গেছে। লাশের পিঠে ও মাথায় আঘাতের চিহ্ন হয়েছে। ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছিল।
পুলিশের ধারণা, অন্য কোথাও খুন করে সৈকতে এনে লাশে আগুন লাগিয়ে দেয়া হয়।
পুলিশ জানিয়েছে, লাশের প্রত্যেকটি আঙুলে আংটি ছিল। পকেটে থাকা মানিব্যাগেই পাসপোর্ট ছিল। শার্টের পকেটে ২০ ও ১০ রিঙ্গিতের দুটি নোট পাওয়া গেছে।
ঘটনাস্থলে ক্যাস্ট্রল ইঞ্জিন তেলের বোতলের একটি মুখও পাওয়া গেছে।
মালয়েশিয়ার দণ্ডবিধির ৩০২ ধারা অনুযায়ী ঘটনার তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।